অনলাইন ডেস্ক :
একক ইভেন্টে পরের রাউন্ড নিশ্চিত হলেও প্যারিসে বিশ্বকাপ আর্চারি স্টেজ- থ্রিতে দলীয় ইভেন্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। ছেলে-মেয়ে দলীয় উভয় ইভেন্ট থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। ছেলেদের এলিমিনেশন রাউন্ডের প্রথম ম্যাচে জয় পেয়েছেন বাংলাদেশের তিন তীরন্দাজ। দক্ষিণ আফ্রিকার উইন রাউক্সকে ৬-০ সেটে হারিয়েছেন রোমান সানা। সাগর ইসলাম ৬-৪ সেটে হারিয়েছেন পুয়ের্তো রিকোর আদ্রিয়ান মুনোজকে। স্লোভেনিয়ার লুকা আর্নেজের বিপক্ষে ৬-৪ সেটে জিতেছেন হাকিম আহমেদ রুবেল। সুইডেনের কাজ জোবার্গের কাছে ৪-৬ সেটে হেরেছেন বাংলাদেশের আরেক তীরন্দাজ আবদুর রহমান আলিফ। ছেলেদের দলীয় ইভেন্টে প্রথম পর্ব পেরোলেও রোমানরা বাদ পরে গেছেন পরের ম্যাচেই। গ্রেট ব্রিটেনের বিপক্ষে ৬-০ সেটে বাংলাদেশ একই ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে। মেয়েদের প্রথম ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিয়া সিদ্দিকীরা ৬-২ সেটে হেরেছেন চাইনিজ তাইপের কাছে।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম