অনলাইন ডেস্ক :
ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৮টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলেছেন ক্রেইগ ওভারটন। ৪ বছর আগে অভিষেক হলেও এখনো আহামরি কোনো পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি। এবার তার জমজ ভাই জিমি ওভারটনেরও জাতীয় দলে অভিষেক হতে যাচ্ছে। আজ হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে ইংল্যান্ড। এই ম্যাচ জিতে কিউইদের হোয়াইটওয়াশ করতে চান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে দলে পাচ্ছেন সবচেয়ে অভিজ্ঞ সেনানী জেমস অ্যান্ডারসনকে। চোটের কারণে পুরোপুরি ফিট নন তিনি। তার জায়গায় সুযোগ পেয়েছেন পেসার জিমি ওভারটন। তবে দুই ভাইকে একসঙ্গে দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে। এই ম্যাচে খেলছেন না ক্রেইগ ওভারটন।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম