নিজস্ব প্রতিবেদক, রামগড় :
রামগড়ে নানা আয়োজনে পালিত হয়েছে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহষ্পতিবার (২৩ জুন) এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতে পুষ্প শ্রদ্ধাঞ্জলি অর্পন, আনুষ্ঠানিক কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয় প্রাঙ্গনে বৃহষ্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে কর্মসূচির সুচনা হয়। দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকভাবে কেক কাটেন নেতাকর্মীরা।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো:মোস্তফা হোসেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কারবারি, রামগড় পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো: রফিকুল আলম কামাল, পাতাছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাংবাদিক ফয়েজ আহমেদ মিলন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের, পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো: আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো: শাহ আলম, প্রদেশ ত্রিপুরা ও নুরুল আলম জিকু, যুবলীগ নেতা সুমন বড়ুয়া, পৌর কাউন্সিলর মো: আব্দুল হক, কনিকা বড়ুয়াসহ দলীয় নেতাকর্মী।
রামগড়ে নানা আয়োজনে আ,লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরও পড়ুন
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা