বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ঐতিহ্যবাহী জাপানি শিল্পকলা ইকেবানার মাধ্যমে তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক বন্ধনে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
শুক্রবার বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন (বিআইএ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি আশা করি ইকেবানা বাংলাদেশের তরুণ-তরুণীদের পছন্দ হবে।’
রাষ্ট্রদূত বলেন, জাপানের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে।
তিনি বিআইএকে জাপানি সংস্কৃতি সম্পর্কে আরও ভালোভাবে পর্যবেক্ষণের মাধ্যমে দু’দেশের বন্ধুত্বকে আরও উন্নত করার ক্ষেত্রে ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
রাষ্ট্রদূত নাওকি বলেন, আমি আশা করি বিআই এর কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।
১৯৭৩ সালের অক্টোবরে শান্তিনগরে জাপান দূতাবাসের প্রাঙ্গণে বিআইএ নামে পরিচিত ইকেবানা স্কুলটি প্রতিষ্ঠিত হয়।
তিনি আশা প্রকাশ করেন যে বিআইএ এর উদ্যোগগুলো বাংলাদেশের সাংস্কৃতিক ও শিল্প জগতে গভীর প্রভাব রাখবে।
—-ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক