ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।
ভুক্তভোগী উৎসব রায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিস বিভাগে অধ্যয়নরত। আর অভিযুক্ত সত্যজিৎ দেবনাথ জগন্নাথ হল ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক।
এ ঘটনায় ২৫ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন উৎসব।
বুধবার হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের ৭০১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
হামলার পর প্রাথমিক চিকিৎসার জন্য উৎসবকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
উৎসব বলেন, ‘দুপুরের খাবার খেয়ে আমি আমার কক্ষে যায়। এরপর আমার এক সিনিয়র এসে দরজায় নক করে আমাকে বাইরে আসতে বলেন। এরপর তারা আমাকে মারধর শুরু করেন।’
‘সত্যজিৎ আমার মাথায় আঘাত করেছিল। তিনি আমাকে হল থেকে বের করে দেন এবং বলেন আবার হলে ফিরে এলে তিনি আমাকে মেরে ফেলবেন। আমি এখনও হলে প্রবেশ করতে পারিনি এবং আমি আমার জীবন নিয়ে শঙ্কিত।’
তবে সত্যজিৎ তার বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করলেও উৎসবের ওপর হামলার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, ‘আমি এটা করিনি। তার বিরুদ্ধে অপরাধ ও মাদক সেবনের অভিযোগ থাকায় হলের শিক্ষার্থীরা তাকে মারধর করে হল থেকে বের করে দেয়।’
এ বিষয়ে বক্তব্যের জন্য ফোনে একাধিকবার চেষ্টা করেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত জগন্নাথ হলের প্রধ্যক্ষ ড. মিহির লাল সাহার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঢাবি প্রক্টর একেএম গোলাম রব্বানী ইউএনবিকে বলেন, ‘ভুক্তভোগীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি এবং হল প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। এ বিষয়ে হল প্রশাসন ব্যবস্থা নেবে।’
—ইউএনবি
আরও পড়ুন
শাহবাগে ছাত্রদল ও শিবির সমর্থকদের পাল্টাপাল্টি স্লোগান-মিছিল
ফলাফলের অপেক্ষায় সিনেট ভবনের ভেতরে বাইরে উদ্বেগ-উৎকণ্ঠা
ডাকসু নির্বাচন নিয়ে উত্তেজনা কমাতে বিএনপি ও জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ