অনলেইন ডেস্ক :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বীর বাঘৈর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতরা হলেন- রাজু মিয়া (২৮), তার দুই কন্যা সন্তান, চাচাতো ভাই হাবিব এবং মুন্না। ঘটনার পরপর ই তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকার সিরাজ মিয়ার ছেলে রাজু মিয়া তার বাড়ির পাশে একটি ঘরে বন্ধুদের জন্য গ্যাস সিলিন্ডার চুলায় মুরগীর ফ্রাই করার সময় দু’বার চুলা বন্ধ হয়ে যায়। তৃতীয় বার মুন্না ও রাজু চুলা জ্বালাতে গেলে মুহুর্তেই সিলিন্ডার বিস্ফারণ ঘটলে তারা দগ্ধ হয়। এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করে।

আরও পড়ুন
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম-কলকাতা-ব্যাংকক
মাঠে লুটিয়ে পড়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি
গুলিস্তান খদ্দর মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট