অনলাইন ডেস্ক :
জনির বিরুদ্ধে অ্যাম্বার গৃহ-নির্যাতনের অভিযোগ তোলার পর থেকে একাধিক কাজ হারিয়েছেন অভিনেতা। তার মাঝে সবচেয়ে বড় ক্ষতি ছিল ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজি হারানো। তবে মানহানি মামলায় জেতার পরে অনেকেই মনে করছেন ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ চরিত্রটি আবার ফিরে পাবেন অভিনেতা। সম্প্রতি শোনা যাচ্ছে তেমনই এক গুঞ্জন। অস্ট্রেলিয়ার জনপ্রিয় পপ কালচার গসিপ সাইট ‘পপটপিক’ দাবি করেছে, জনি ডেপের কাছে ক্ষমা চেয়েছে ডিজনি। শুধু তাই নয়, তারা ৩০১ মিলিয়ন ডলারের বিনিময়ে অভিনেতাকে জ্যাক স্প্যারো চরিত্রে ফেরার জন্য। জনির কাছের এক সূত্র বলেছেন, ‘আমি জানি যে ডিজনির কর্পোরেট বিভাগ থেকে তাকে একটি উপহারের ঝুড়ি এবং চিঠি পাঠানো হয়েছে। তবে সেটা কীভাবে গ্রহণ করা হয়েছে সেই বিশয়ে কিছু জানিনা। তবে এটা বলতে পারি যে স্টুডিওর তরফ থেকে জ্যাক স্প্যারো নিয়ে সিনেমার ড্রাফট তৈরি করে রাখা হয়েছে। তারা আশা করছি জনি তাদের ক্ষমা করে দিবেন এবং জনপ্রিয় চরিত্রটিতে আবার ফিরবেন।’ তবে এই বিষয়ে জনি ডেপ কিংবা ডিজনির তরফ থেকে কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। তাই খবরটির সত্যতা সম্পর্কেও সন্দেহ থেকে গেছে। সূত্র: কইমই

আরও পড়ুন
‘সুলতানাস ড্রিম’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে
পরীমনি থেকে মুক্তি চান আসিফ, প্রশ্ন জেমস-শাকিবের কাছেও
ছবি প্রকাশ করে বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান