অনলাইন ডেস্ক :
চলচ্চিত্র নির্মাণ করতে পরিচালককে অনেক কাঠখড় পোড়াতে হয়। যে কারণে তিন বছর আগে শুরু হয়েও আটকে ছিল ‘হাওয়া’ সিনেমার কাজ। অবশেষে ‘হাওয়া’-এর পালে হাওয়া লেগেছে। শুধু কি তাই, পালে হাওয়া পেতে এরইমধ্যে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে সিনেমাটি। সেন্সর সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি চলতি বছরের শেষের দিকে মুক্তি দেওয়া হবে। মুক্তিকে সামনে রেখে পোস্টার প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাতে সিনেমার প্রায় সব কলাকুশলীকে দেখা যায়। চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সুমন আনোয়ারদের মধ্যমণি হয়ে আছেন লাল রঙের হাফপ্যান্ট পরা অচেতন শরিফুল রাজ! পোস্টারটি ডিজাইন করেছেন সব্যসাচী মিস্ত্রী। মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও পরিচালক নিজে। নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির