চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে নিচে পড়ে ৪০ বছরের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে খুলশী টেকনিকেল রোডে এই ঘটনা ঘটে।
মৃত মো. ইউসুফ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ৪১তম ব্যাচের ছাত্র ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, বেলা ১১টার দিকে টেকনিক্যাল রোডে এয়াকুব আলী ব্রিকফিল্ডের নির্মাণাধীন সাত তলা ভবনে কাজ করতে গিয়ে ডিপ্লোমা প্রকৌশলী মো. ইউসুফ নিচে পড়ে যান। স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছেবলে জানান এই পুলিশ কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
দুটি হত্যা মামলার আসামী যুবলীগ নেতা শাহিদ মাহমুদ গ্রেপ্তার
কুলাউড়ায় আলোচিত স্কুলছাত্রী আনজুম হত্যা- খুনি জুনেলের ২ দিনের রিমান্ড মঞ্জু
রংপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত