January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 1:25 pm

পদ্মা সেতু: প্রথম দিনে ২ কোটি টাকার বেশি টোল আদায়

পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম দিনে রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত যানবাহন থেকে টোল আদায় করে সরকার দুই কোটি ৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই সময়ের মধ্যে ৫১ হাজার ৩৬০টি যানবাহন সেতু পারাপার হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন এবং রবিবার সকালে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে প্রতি মাসে ১৩৩ কোটি ৬৬ লাখ টাকা টোল আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেতু কর্তৃপক্ষ। সেই টাকা ১৪০ কিস্তিতে পরিশোধ করা হবে। এ জন্য সরকার বছরে ১ হাজার ৬০৩ কোটি ৯৭ লাখ টাকা টোল আদায় করতে চায়।

বিবিএ জানায়, আগামী ৩৫ বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় উঠে যাবে বলে আশা করছে সরকার।

অর্থ মন্ত্রণালয় বিবিএকে ৩০ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে এবং তা ৩৫ বছরের মধ্যে এক শতাংশ সুদের হারে পরিশোধ করতে হবে।

এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।

এছাড়া সেতুতে যানবাহন থামানো, হাঁটা ও ছবি তোলা সম্পূর্ণ নিষেধ ও শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা দিয়েছে সরকার।

এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রিসভা।

এছাড়া সেতু পার হওয়ার সময় সবাইকে টোল দেয়ার অনুরোধ জানিয়েছে সরকার।

—ইউএনবি