মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ভায়াডাক্ট সড়কে পেঁয়াজবোঝাই একটি ট্রাক উল্টে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সোমবার বিকালে পদ্মা সেতুর ভায়াডাক্ট সড়কে ঢাকাগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাককে আরেকটি জিপ ধাক্কা দিলে ট্রাকটি উল্টে যায় এবং সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে চারজন আহত হন।
আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জিপের চালক আব্দুর রাজ্জাককে (২৮) আটক করেছে পুলিশ।
এ দুর্ঘটনার জেরে পদ্মা সেতুতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
—ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার