Tuesday, June 28th, 2022, 1:26 pm

টেস্টে ক্যারিবীয়দের কাছে ১০ উইকেটে হার বাংলাদেশের

সেন্ট লুসিয়ায় বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা জানতাম এটা একটা কঠিন সিরিজ হতে চলেছে। এই সিরিজ থেকে অনেক ইতিবাচক কিছু নেয়ার আছে। আমাদের এখন চিন্তা করার এবং টেস্টে ভালো করার চেষ্টা করার সময় আছে। টেস্টে সফরকারীরা খুব কমই ভালো করতে পারে। আমাদের মানসিকভাবে শক্ত হতে হবে।’

সাকিব আরও বলেন, টেস্টে ভালো পারফরম্যান্স করতে দলের আরও সময় দরকার।

বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন যেটা কিনা এই সিরিজে বাংলাদেশ দলের অন্যতম প্রাপ্তি বলা চলে।

—ইউএনবি