January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 28th, 2022, 5:16 pm

ডামুড্যা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮শে জুন মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী সভাকক্ষে আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, বিশেষ অতিথি ডামুড্যা থানা অফির্সাস ইনচার্জ শরীফ আহমেদ, এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ শেখ মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও ইউনিয়নের জনপ্রতিনিধিরা আইন শৃঙ্খলা কমিটির সভা অংশগ্রহণ করেন।