অনলাইন ডেস্ক :
আগামী ১২ আগস্ট থেকে সাফ নারী চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা ছিল। নেপালের পোখরা ছিল সম্ভাব্য ভেন্যু। তবে নির্দিষ্ট সময়ে তা হচ্ছে না। পিছিয়ে আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে হবে। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনে নতুন কমিটি এসেছে। তাই একটু সময় নিয়ে সাফের ষষ্ঠ টুর্নামেন্টটি করতে চাইছে স্বাগতিকরা। এ প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালবলেছেন, ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাচ্ছে। আপাতত নির্দিষ্ট সময়ে হচ্ছে না। শিগগিরই নতুন সময় ঠিক হবে। নেপালে নতুন কমিটি এসেছে। তাই সময় নিয়ে আয়োজন করতে চাইছে।’ ৬ দল নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ রাজধানী কাঠমান্ডুতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ থাকায় পাকিস্তান থাকছে না। আগের ৫টি টুর্নামেন্টেই ভারত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ২০১৬ সালে একবারই রানার্সআপ হয়েছিল। আর গতবার সেমিফাইনাল থেকে নিয়েছিল বিদায়। এবার সাবিনারা রয়েছে ভালো ফর্মে। তাই আরও ভালো করার লক্ষ্য।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম