January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 29th, 2022, 7:09 pm

সিলেটে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ড্যাব

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেটে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট নেতৃবৃন্দ। বুধবার (২৯ জুন) দুপুরে দক্ষিণ সুরমার আজরাই এলাকায় বন্যাদুর্গত এলাকায় ৪৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সিলেট শাখার সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপর্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী,ডা. শামীমুর রহমান,কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ড্যাব নেতৃবৃন্দ বলেন,শতাব্দীর ভয়াবহ বন্যায় সিলেটের মানুষ দুর্বিষহ জীবন-যাপন করছেন। বানবাসী মানুষের সাহায্যে সবাই এগিয়ে আসছেন। চরম দু:সময়ে থাকা বন্যার্থ মানুষগুলোর হাতে সামান্য খাদ্যসহায়তা নিয়ে এগিয়ে এসেছে ড্যাব। কিন্তু সরকারি যে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে তা একবারেই অপ্রতুল। এ অবস্থায় সবাইকে বানবাসী মানুষদের সাহায্যে এগিয়ে আসার দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন ড্যাব’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. পারভেজ রেজা কানন,ডা. শাহনেওয়াজ চৌধুরী, ডা. জিয়াউর রহমান চৌধুরী, ডা.আহমেদ নাফী,ডা. সাকব আব্দুল্লাহ  চৌধুরী,ডা. রুসলান ইসলাম,ডা.সৈয়দ হাফিজুর রহমান তানভীর, ডা.মেহেদী হাসান অনিক,ডা. আশফাক আহমদ ও ডা. আফতাব উদ্দিন চৌধুরী প্রমুখ।

 

 

 

 

 

ছবির ক্যাপশন-বুধবার (২৯ জুন) দুপুরে দক্ষিণ সুরমার আজরাই এলাকায় বন্যাদুর্গত এলাকায় ৪৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।