অনলাইন ডেস্ক :
উইম্বলডনের শেষ তিন আসরের চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে বড় জয় তুলে নিয়ে নিশ্চিত করেছেন তৃতীয় রাউন্ড। অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিসকে সরাসরি সেটে হারান নোভাক জোকোভিচ। অল ইংল্যান্ড ক্লাবে সাতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ বুধবার রাতে দ্বিতীয় রাউন্ড জিতে নেন ৬-১, ৬-৪, ৬-২ গেমে। তৃতীয় রাউন্ডে নোভাক জোকোভিচের প্রতিপক্ষ তার স্বদেশি মিওমির কেচমানোভিচ। তবে মেয়েদের এককে হেরে গেছেন রাডুকানু। ফ্রান্সের কেহোলিন গার্সিয়ার কাছে পাত্তাই পাননি তিনি। ২৮ বছর বয়সী গার্সিয়া জেতেন ৬-৩, ৬-৩ গেমে।

আরও পড়ুন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’