January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 1st, 2022, 8:26 pm

ভবিষ্যত প্রসঙ্গে যা বললেন মালদিনি

অনলাইন ডেস্ক :

দীর্ঘ ১১ বছর পর এসি মিলানের লিগ শিরোপা জয়ের কারিগরদের একজন পাওলো মালদিনি। সেরি আ চ্যাম্পিয়নদের টেকনিক্যাল ডিরেক্টর পদে নতুন চুক্তি করার পর দলকে আরও সাফল্যের পথে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন ইতালির কিংবদন্তি ফুটবলার। খেলোয়াড়ী জীবনে ক্যারিয়ারের পুরোটা সময় মিলানে পার করেছেন মালদিনি। দলটির হয়ে পাঁচবার ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছেন তিনি এবং ৭টি সেরি আ সহ জিতেছেন আরও অনেক শিরোপা। গত চার বছর ধরে ক্লাবটির বোর্ডরুমে দায়িত্ব পালন করছেন ৫৪ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার। এই চার বছরের মধ্যে তিন বছরই তিনি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলেছেন। থিও এরনঁদেজ, রাফায়েল লেয়াও এবং মাইক মিয়াঁর সঙ্গে চুক্তিতে রেখেছেন বড় ভূমিকা। মিলানের সঙ্গে তার সবশেষ চুক্তির মেয়াদ ছিল বৃহস্পতিবার পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার খানিক আগে মালদিনি জানান, তিনি থেকে যাচ্ছেন এই দায়িত্বে। প্রিয় ঠিকানায় থাকতে পেরে দারুণ খুশি মালদিনি। এখন ক্লাবকে সামনে এগিয়ে নেওয়ার পরিকল্পনায় মন দিতে চান তিনি। “সবকিছু ঠিক করাই ছিল। আমরা একেবারে শেষ মিনিটে চুক্তি নবায়ন করলাম, কাজটা অবশেষে শেষ হলো। আমি এখানে থাকতে পেরে খুব খুশি এবং আরও জয়ের জন্য ভবিষ্যতের পরিকল্পনা করতে প্রস্তুত। “(গ্রীষ্মের দলবদলের) এখনও সময় আছে। আমরা একটু দেরিতে শুরু করেছি, কিন্তু সময়ের ঘাটতিটা আমরা পূরণ করব।”