কক্সবাজারের সদরে রবিবার ছাত্রলীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ফয়সাল উদ্দিন (২৫) খুরুশকুলের দক্ষিণ ডেইলপাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে এবং সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গিয়াস জানান, রবিবার সন্ধ্যায় ফয়সাল আওয়ামী লীগের সম্মেলন থেকে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নুরুল হুদা হত্যাকে কেন্দ্র করে ফয়সাল ও ওই এলাকার নুরুল হুদার স্বজনদের মধ্যে বিরোধ চলছিল।
রবিবার সন্ধ্যায় নুরুল হুদার স্বজনরা ধারালো অস্ত্র নিয়ে ফয়সালের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ফয়সাল নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। ‘দোষীদের ধরার চেষ্টা চলছে’।
—ইউএনবি
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৬২৫
মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে আবারও গণপিটুনি, দুই তরুণের মৃত্যু
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান, জব্দ করল এনবিআর