অনলাইন ডেস্ক :
এক বছর হয়ে গেল তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন না। গত ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির ঘোষণা দিয়েছিলেন। সেই বিরতি শেষ হবে চলতি মাসের ২৭ তারিখ। এর আগেই সোমবার (৪ জুলাই) তামিমের ভেরিফায়েড ফেসবুক পেজে দেখা গেল রহস্যময় পোস্ট। সোমবার সকালে ফেসবুকে মাত্র দুই শব্দে তামিম লেখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি’। এরপর হাত নাড়ানোর তিনটি ইমোজি। এই ইমোজির অর্থ দুই রকমই হয়―স্বাগত কিংবা বিদায় জানানো। কিন্তু তামিম ঠিক কোনটি বোঝাতে চেয়েছেন তা জানা যায়নি। কারণ ১০ মিনিটের মধ্যেই নিজের এই পোস্ট সরিয়ে নিয়েছেন তামিম। এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে উইন্ডিজে আছেন তামিম ইকবাল। তার টি-টোয়েন্টি খেলা নিয়ে কিছুদিন আগেও বোর্ড সভাপতি নাজমুল হসান পাপনের সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্য শোনা গেছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ দল। সবাই যখন ভুলত্রুটির ব্যবচ্ছেদ করতে ব্যস্ত, তখন তামিমের এমন বার্তা নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম