বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টাল অনুযায়ী, সোমবার পর্যন্ত গত চার দিনে সৌদি আরবের মক্কায় আরও তিনজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
নিহতরা হলেন-ঢাকার তপন খন্দকার (৬২), মাদারীপুরের লায়লা আক্তার (৫২) ও রংপুরের মো. খায়বার হোসেন (৫৫)।
পোর্টালে তথ্য অনুযায়ী, খায়বার হোসেন রবিবার এবং তপন ও লায়লা শুক্রবার মক্কায় মারা যান।
তাদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চলতি বছরের ১১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সৌদি আরবে চার নারীসহ ১২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
এ বছর প্রায় ৬০ হাজার ২৫৬ বাংলাদেশি হজ করবেন।
—ইউএনবি

আরও পড়ুন
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
মাদুরোর মতো পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুমকি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি ইরানের