Monday, July 4th, 2022, 9:11 pm

ভারতে বাস খাদে পড়ে নিহত ১৬

অনলাইন ডেস্ক :

উত্তর ভারতে যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে পিছলে গভীর খাদে পড়ে স্কুলছাত্রীসহ ১৬ জন নিহত হয়েছে।

সোমবার দেশটির একজন সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

হিমাচল প্রদেশ রাজ্যের কুল্লু জেলার সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর আশুতোষ জর্জ সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা গাড়ির ধ্বংসাবশেষ থেকে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

অপর এক কর্মকর্তা প্রশান্ত সিরকেক সিং জানান, বাসটিতে প্রায় ২০ জন যাত্রী ছিলেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।