অনলাইন ডেস্ক :
দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ কোটি ৫২ লাখ ছাড়াল।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৮৬৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৬২ হাজার ৪৩৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৯৫ লাখ ৫৬ হাজার ৩২১ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪৩ হাজার ৩৭২ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৭৮৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ২২৩ জনে।
আরও পড়ুন
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান, জব্দ করল এনবিআর
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
ঢাবি ভিসিকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিল ছাত্রদল