অনলাইন ডেস্ক :
ঈদের সিনেমা মানেই ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের রাজত্ব। গেল ১৭ বছর ধরে এই নিয়ম চলে আসছে। এবার ব্যত্যয় হচ্ছে এই নিয়মের। আসন্ন পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না শাকিব খানের কোনও সিনেমা। সেই খবরে মন খারাপ করেছিলেন শাকিব-ভক্তরা। একই ইস্যুতে মন খারাপ শাকিব খানেরও। জানিয়েছেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম কোরবানির ঈদে আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। এটা সত্যিই অনেক মন খারাপ করা সংবাদ আমার জন্য, এটা কষ্টেরও।’ এই ঈদে মুক্তির আলোচনায় শাকিব খানের ছিল দুই সিনেমা; ‘লিডার : আমিই বাংলাদেশ’ ও ‘অন্তরাত্মা’। এই দুই সিনেমা মুক্তি না পাওয়ার পেছনে প্রযোজনা প্রতিষ্ঠানকে দুষছেন শাকিব। শাকিব খান বলছিলেন, “‘লিডার, আমিই বাংলাদেশ’ মুক্তির কথা ছিল। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের (বেঙ্গল মাল্টিমিডিয়া) কারণে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। এই সিনেমার জন্য আমি আমেরিকায় নিজের টাকা খরচ করে ডাবিং করে দিয়েছি। প্রযোজনা প্রতিষ্ঠান প্রফেশনাল না বলেই তারা মুক্তি দিতে চাইলো না। এমন করবে আগে জানলে ‘অন্তরাত্মা’ সিনেমা মুক্তি দেওয়ার চেষ্টা করতাম।”

আরও পড়ুন
ছবি প্রকাশ করে বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান
আমি শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন: তাহসান
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি