January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 5th, 2022, 8:36 pm

সৌদি ক্লাব আল ইতিহাদের কোচ নুনো

অনলাইন ডেস্ক :

গত মৌসুমের মাঝপথে নুনো ইস্পিরিতো সান্তোকে বরখাস্ত করেছিল টটেনহ্যাম হটস্পার। আট মাস পর ফের কোচিংয়ে ফিরছেন নুনো, এবার তাঁকে দেখা যাবে সৌদি আরবের ফুটবলে। ৪৮ বছর বয়সী এই পর্তুগিজকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি ক্লাব আল ইতিহাদ। জেদ্দার এই ক্লাবটিতে ২০২৪ সাল পর্যন্ত থাকার কথা রয়েছে নুনোর। গত নভেম্বরের শুরুতে টটেনহ্যামের চাকরি হারানোর পর অবসর সময় কাটাচ্ছিলেন তিনি। টটেনহ্যামে যোগ দেওয়ার আগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কোচ হিসেবে সফল হয়ে বেশ আলোচিত ছিলেন নুনো। তাঁর প্রথম মৌসুমেই ছয় বছরের খরা কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে আসে উলভারহ্যাম্পটন। ২০১৭ সালের মে থেকে ২০২১ সালের মে পর্যন্ত ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি। এশিয়ার ফুটবলে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন নুনো।