বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ‘নাগরিক দায়িত্ব’ পালনে বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বাত্মক সাফল্য কামনা করেছেন।
৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে রাষ্ট্রদূত হাসসহ ঢাকায় কূটনৈতিক মিশনের প্রধানরা সাক্ষাৎ করেন।
মঙ্গলবার শেয়ার করা একটি ফেসবুক পোস্টে মার্কিন দূতাবাস বলেছে, ‘শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তাকে এগিয়ে নেয়ার জন্য গণতন্ত্র মানবতার সবচেয়ে স্থায়ী উপায় এবং নির্বাচন গণতন্ত্রের মূলভিত্তি।’
যুক্তরাষ্ট্র বলেছে, আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশি জনগণ স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করার অপেক্ষায় রয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক