দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা এবং মেয়ে নিহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পাচটিকরি গ্রামের বিউটি বেগম (৩৫) এবং তার মেয়ে ফাহিমা আক্তার (১২)। এ ঘটনায় বিউটির স্বামী মোহাম্মদ হোসেন ও তার ছেলে নাসিরুল্লাহ আহত হয়েছেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পথে ভোর ৫টার দিকে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আহত মোটরসাইকেল চালক মোহাম্মদ হোসেন এবং তার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
—ইউএনবি

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের