January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 6th, 2022, 7:30 pm

মানুষের নামে, গরুর নাম চটেছেন ওমর সানী

অনলাইন ডেস্ক :

প্রতিবার কোরবানি এলেই অভিনেতাদের নামে গরুর নাম রাখা হয়। বিষয়টিতে তীব্র আপত্তি জানিয়েছেন অভিনেতা ওমর সানী। গত মঙ্গলবার সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়, সেই খবরে বলা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায় একটি গরুর নাম রাখা হয়েছে জায়েদ খান। অন্যদিকে বগুড়ায় হিরো আলম নামে একটি গরুর নাম রাখা হয়। এর আগে শাকিব খান নাম রাখা হয়েছিল একটি গরুর। এবারেও একই নামে গরুর নাম রাখা হয়েছে। এছাড়াও ডিপজল নামে একটি গরুর নামকরণ করা হয়েছে। বলিউডের শাহরুখ খানের নামেও বাজারে আনা হয়েছে গরু। নবীনগর উপজেলার আহাম্মদপুর পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে ‘শাকিব খান’ ও ‘জায়েদ খান’ নামের দুটি গরু। প্রতিবার কোরবানির পশুর হাটে গরুর বাড়তি নজর পেতে জনপ্রিয় তারকা ও আলোচিত ব্যক্তিদের নামে গরুর নাম করণ করা হয়েছে থাকে। তবে গরুর এমন নামকরণ সহজভাবে নিতে পারেননি অভিনেতা ওমর সানী। অভিনয়শিল্পীদের নামে গরুর নামকরণ করায় ক্ষিপ্ত ওমর সানী। ফেসবুকহ্যান্ডেলে ওমর সানি লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না। ’ তিনি পরামর্শ দিয়ে আরও লেখেন, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন। ’