January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 6th, 2022, 7:33 pm

‘অ্যাভাটার’ প্রসঙ্গে যা বললেন ক্যামেরন

অনলাইন ডেস্ক :

হলিউড পরিচালক জেমস ক্যামরন। তার জনপ্রিয় সিনেমা ‘অ্যাভাটার’। এটি দেখেননি এমন হলিউডপ্রেমী দর্শক নেই বললেই চলে। এবার আসছে ‘অ্যাভাটার’র সিক্যুয়েল ‘দ্য ওয়ে অব ওয়াটার’। এটি ছবিটির দ্বিতীয় কিস্তি। পাশাপাশি তৃতীয় কিস্তির কাজও শেষ করে এনেছেন ক্যামেরন। সেটির নাম এখনো ঠিক হয়নি। এর আগে ২০০৯ সালে মুক্তি পেয়েছিলো ‘অ্যাভাটার’। সিনেমাটি বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করে নেয়। ওই বছর অস্কারের ৯টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতেছিল। মুক্তির পর সিনেমা জগতে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড করে ছবিটি। সম্প্রতি জেমস এম্পায়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘অ্যাভাটার’র আর কোনো সিক্যুয়েল নির্মাণ করবেন না বলে জানান তিনি। তিনি আরও জানান ‘অ্যাভাটার ৩’ পরবর্তী যদি আরও কোনো কিস্তি আসে সেগুলো অন্য কেউ নির্মাণ করবেন। ক্যামেরন বলেন, ‘আমি এমন একজন নির্মাতাকে দায়িত্ব দিতে চাই যার উপর আমি ভরসা করতে পারি। তবে আমি নিজে আর ‘অ্যাভাটর’ পরিচালনা করবো না।’ ‘অ্যাভাটার ২’ ১৮ ডিসেম্বর মুক্তি পাবে। এবং‘অ্যাভাটার ৩’ মুক্তি পাবে ২০২৪ সালে।