January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 6th, 2022, 7:35 pm

বঙ্গ’তে বাংলায় ‘কাড়াইকুট্টি সিংগাম’

অনলাইন ডেস্ক :

শহরের কোলাহল আর মিথ্যা সম্পর্কের বাইরে খাঁটি গ্রামের সুবাস, পরিবারের ভালোবাসা ও কৃষকের পরিশ্রম আর সম্মানের গল্প ‘কাড়াইকুট্টি সিংগাম’। এটি তামিল সিনেমা। এটি এবার দেখা যাবে বাংলায়। বাংলা ভাষার দর্শকের জন্য এটি ডাবিং করেছে বঙ্গবিডি। স্বনামধন্য দক্ষিণ ভারতীয় পরিচালক পন্ডিরাজ পরিচালিত তারকাবহুল পারিবারিক ড্রামা ও অ্যাকশন জনরার চলচ্চিত্র ‘কাড়াইকুট্টি সিংহাম। বাংলা ভাষায় ডাব হয়ে ‘বাঘের বাচ্চা’ নামে বঙ্গতে মুক্তি পেয়েছে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী চলচ্চিত্রের সুপার হিরো কার্তিক শিবকুমার (কার্তি) ও সায়েশা সায়গল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সত্যরাজ, প্রিয়া ভবানী শঙ্কর, ভানুপ্রিয়া, আর্থানা বিনুসহ অনেকেই। গল্পটির কেন্দ্রীয় চরিত্র পেরুনাজি গুণা সিংগাম গ্রামের প্রভাবশালী যোদ্ধা পরিবারের একমাত্র ছেলে ও আধুনিক জীবনধারায় বিশ্বাসী সচ্ছল কৃষক। পড়াশোনা কম করার কারণে কেউ কেউ তাকে সম্মান দিতে না চাইলেও সে নিজেকে কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেই ভালোবাসে। কৃষকের অবদানকে সে তুলে ধরে তথাকথিত শিক্ষিত সমাজে। একান্নবর্তী পরিবারের একমাত্র পুত্র সন্তান হিসেবে সবার কাছে সে অতি প্রিয়, অনেক দায়িত্ব তার কাঁধে। সবাই তাকে নিজেদের পরিবারের মধ্যেই বিয়ে দিতে ইচ্ছুক। কিন্তু জীবনের গতিধারায় গুণা সিংগাম গ্রামের সেরা সুন্দরী কান্নু ইনিয়ালার প্রেমে পড়ে ও তাকেই বিয়ে করতে চায়। আর গুণা সিংগামের এই সিদ্ধান্তে তাদের একান্নবর্তী পরিবারে আসে ভাঙনের ডাক। কি করবে গুণা সিংগাম? সে কি পারবে নিজেদের একান্নবর্তী পরিবারকে টিকিয়ে রাখতে? কর্তব্যের খাতিরে ছেড়ে যাবে ভালোবাসার মানুষকে? জানতে হলে দেখতে হবে ইমোশোন ও অ্যাকশনে ভরপুর ‘কাড়াইকুট্টি সিংগাম ‘ওরফে ‘বাঘের বাচ্চা’ যা দর্শকরা বাংলায় উপভোগ করতে পারবেন একদম ফ্রি শুধুমাত্র বঙ্গ-তে। ২০১৯ সালে, প্রিয়া ভবানী শঙ্কর ‘কাড়াইকুট্টি সিংগাম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সাউথ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য মনোনয়ন পান। ছবির নায়ক কার্তিক দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে সেরা তামিল অভিনেতার জন্য মনোনয়ন পান। আরেক অভিনেতা সুরি সেরা তামিল কমেডিয়ানের পুরস্কার জিতে নেন। এছাড়াও চলচ্চিত্রটির পরিচালক পন্ডিরাজ তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেরা পরিচালকের পদের জন্য মনোনয়ন পান। বঙ্গর হেড অফ লাইসেন্সিং এবং ডিস্ট্রিবিউশন ক্যারোলিন হপনার বলেন, ‘‘কাড়াইকুট্টি সিংগাম’ ওরফে ‘বাঘের বাচ্চা’ সম্পূর্ণ পারিবারিক বিনোদনধর্মী চলচ্চিত্র। এই চলচ্চিত্রে দর্শকরা গ্রামীণ মানুষের জীবনধারা, কৃষির গুরুত্ব এবং গবাদি পশুর প্রতি তাদের ভালোবাসা উপভোগ করবে। দর্শকরা যেন আন্তর্জাতিক সেরা কন্টেন্ট নিজের মত উপভোগ করতে পারেন তাই আমরা তা বাংলায় ডাব করছি। আমরা আশা করছি যে ছবিটি আমাদের দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।’ দর্শকদের জন্য বঙ্গ এ বছর আরও অনেক সাউথ ইন্ডিয়ান ও হলিউডের সেরা চলচ্চিত্র, ড্রামা সিরিজ ও অরিজিনাল কন্টেন্ট আনার পরিকল্পনা করেছে, যা প্রতি মাসেই মুক্তি পাচ্ছে।