অনলাইন ডেস্ক :
৭ জুলাই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি রয়েছে। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শেষ হবে ১৬ জুলাই। সেটি শেষ করে দেশে ফিরবে বাংলাদেশ দল। কিন্তু বেশিদিন বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। এ মাসেই আবার জিম্বাবুয়ের উদ্দেশে বিমান ধরতে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটারদের। এখনো সূচি চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ২৮ জুলাই থেকে ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। সিরিজে মোট তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে উভয় দল। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, এরইমধ্যে একটি সূচি চূড়ান্ত হয়েছে। সেটি স্বাগতিক হওয়ায় জিম্বাবুয়ে বোর্ড ঘোষণা করবে। জুলাইয়ের শেষ দিকে দল যাবে এবং আগস্টে তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরে আসবে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২৮ জুলাই, ৩০ জুলাই ও ১ আগস্ট তিনটি ওয়ানডে এবং ৪, ৬ ও ৮ আগস্ট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম