অনলাইন ডেস্ক :
ভারতের মহারাষ্ট্রের নাসিকে গত মঙ্গলবার আফগান এক মুসলিম আধ্যাত্মিক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। খাজা সৈয়দ চিশতি নামে স্থানীয়ভাবে ‘সুফি বাবা’ হিসেবে পরিচিত ওই নেতা মুম্বাই থেকে প্রায় দু’শ কিলোমিটার দূরের একটি স্থানে নিহত হন। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে। খুনিরা তারই একটি জিপে করে পালিয়ে যায়। সুফি বাবার গাড়িচালককে হত্যায় প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। পুলিশের তথ্যমতে, সৈয়দ চিশতি কয়েক বছর ধরে নাসিকের ইয়েওলা শহরে বসবাস করছিলেন। এ হত্যার পেছনে কোনো ধর্মীয় উদ্দেশ্য থাকার কথা নাকচ করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা শচীন পাতিল জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা সৈয়দ চিশতির চালকের কথা বলেছে। ওই সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার উদ্দেশ্য এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে কেনা জমি সূত্রে সৈয়দ চিশতিকে হত্যা করা হয়ে থাকতে পারে। আফগানিস্তানের নাগরিক হিসেবে ভারতে জমি কেনা সম্ভব ছিল না তার জন্য। ইয়েওলা শহরের এমআইডিসি এলাকায় একটি খোলা প্লটে এ হত্যাকা- ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন
জো বাইডেনের ‘উত্তরসূরি’ হয়ে ফিরবেন কি ট্রাম্প
এবার টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিলেন ইলন মাস্ক
ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান