জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বন্যার্তদের মধ্যে কেন্দ্রীয় কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা এ.কে.এম বদরুল হকের আয়োজনে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার, ঔষধ সামগ্রী, শিশু খাদ্য, নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ৫ জুলাই মঙ্গলবার ব্রাহ্মণবাজার, বরমচাল ও ভুকশিমইল ইউনিয়নে বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা খলিলুর রহমান সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব আলহাজ্ব কাজী মাওলানা জাকির হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সিলেট বিভাগীয় সভাপতি জয়নুল ইসলাম মুনিম, সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল খান, মৌলভীবাজার জেলা সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, জেলা সেক্রেটারি আব্দুর রহিম মজুমদার, শিক্ষক একেএম তাহিরুল হক, যুবলীগ নেতা আবুল হোসেন খছরু প্রমুখ। এছাড়াও সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রায় সকল কাজীগণ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ কাজী বদরুল হকের সুন্দর আয়োজনের প্রশংসা করেন এবং দূর্গত মানুষের পাশে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসার আহ্বান জানান।
আরও পড়ুন
রংপুর অঞ্চলের জনজীবন একেবারে বিপর্যস্ত
৩৩ লাখ টাকার কাজে ২৬ লাখ টাকা দুর্নীতি
পাবনায় বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ