ঝিনাইদহের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে।
বুধার রাত দেড়টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-যশোরের চাচড়া এলাকার খয়বার আলী মোল্লার ছেলে ওহিদুজ্জামান ও রায়পাড়া এলাকার লুৎফর রহমান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, রাত দেড়টার দিকে খয়েরতলা কোল্ড স্টোরের সামনে একটি ট্রাক বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। সে সময় বগুড়া থেকে যশোরগামী মাছের পোনা ভর্তি একটি পিকআপ ভ্যান ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওহিদুজ্জামান ও লুৎফর রহমান নিহত হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শেখ মামুনুর রশিদ জানান, লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ তা যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
ইসলামে সম্মানিত মাস রজব