January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 7th, 2022, 7:41 pm

‘কাকা’ ডাক শুনলেই মেজাজ হারান শামীম

অনলাইন ডেস্ক :

রাস্তায় জগিং করছে সৌরভ। মাথার উপর থেকে কাক ‘কা কা’ বলে ডাক দিলে সৌরভের মেজাজ খারাপ হয়ে যায়। বাসায় এক মুরুব্বি এসে তার মাকে কাকি ও তাকে কাকা বলে এক গ-গোল বাঁধায়। সৌরভকে খ্যাপাতে পাড়ার দুষ্টু ছেলেরা ভাতিজা গ্রুপ গঠন করে। এই গ্রুপ পুরো মহল্লায় বলে দেয় সৌরভকে কাকা ডাকতে। সৌরভ এক মেয়ের সঙ্গে রেস্তোরাঁয় দেখা করতে যায়। সেখানেও তাকে মেয়েটি কাকা বলে সম্বোধন করে। সৌরভ রেগে যায়। পাশের টেবিলে থাকা এশা সৌরভের পক্ষ হয়ে ওই মেয়ের সঙ্গে তর্কে জড়ায়। সেই থেকে এশার সঙ্গে সৌরভের ভাব হয়ে যায়। একপর্যায়ে এশা সৌরভকে বলে সে প্রেম করতে পারবে না, সরাসরি বিয়ে করতে হবে। সৌরভও রাজি হয়ে যায়। এরপর ভাতিজা গ্রুপের সদস্যরা রাস্তায় এশাকে দেখলেই কাকি বলে ডাকা শুরু করে। এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে এশা সৌরভকে জানিয়ে দেয় সে এই সম্পর্ক রাখবে না। সৌরভ তার পুরোনো গ্রুপে আশ্রয় নেয়। কাকা গ্যাং নামের গ্রুপটি ভাতিজা গ্রুপের লোকজনদের ধরে ধরে মারধর করে। তারপর গল্পে নাটকীয় পরিবর্তন আসে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘ডোন্ট কল মি কাকা’। এতে সৌরভ চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার। এশা চরিত্রে দেখা যাবে সারিকা সাবাহকে। এটি রচনা ও পরিচালনা করেছেন এম এইচ ইমন। ঈদের দিন রাত ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি।