আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার গোপালপুর ১নং ওয়ার্ড কোটরা মোহাব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. হাসিবুল বাশার (২৪) ওই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, রাজনৈতিক আধিপত্য নিয়ে স্থানীয় দুই পক্ষের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় হাসান গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
তিনি জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
—ইউএনবি
আরও পড়ুন
চলনবিলের বুকে নৌকাবাইচ: চার দশক পর প্রাণ ফিরে পেল গ্রামীণ ঐতিহ্য
একজন শিক্ষক জাতি গঠনের অন্যতম কারিগর: এ্যাড জয়নুল আবেদীন
টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপিতে দ্বন্দ