January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 7th, 2022, 8:47 pm

রাজধানীর কোরবানির পশুর হাটে ২২টি ভেটেরিনারি মেডিকেল টিম

ফাইল ছবি

রাজধানীর কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা দানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় ২২টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ শুরু করেছে। বৃহস্পতিবার থেকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের টিমগুলো এ কাজে নিযুক্ত হয়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন অনুমোদিত পশুর হাটগুলোতে এ টিমগুলো কাজ শুরু করেছে।

রোগাক্রান্ত ও কোরবানির অনুপযুক্ত গবাদিপশু যাতে হাটে ক্রয়-বিক্রয় না হয় সেজন্য এ মেডিকেল টিম কাজ করছে।

এছাড়াও সারাদেশের কোরবানির হাটে এক হাজার ৭৩৯টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। একই সঙ্গে একটি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিমও কাজ করছে।

অপরদিকে, রাজধানীর কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এ জন্য মন্ত্রণালয়ের ৯জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে নির্ধারিত পশুর হাটে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তরের ১২টি মনিটরিং টিমও রাজধানীর কোরবানির পশুর হাট তদারকি করবে।

—ইউএনবি