Friday, July 8th, 2022, 8:33 pm

সান ফ্রান্সিসকো চিড়িয়াখানায় ৪০ বছর বয়সী পেঙ্গুইনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

বিশ্বের প্রাচীনতম পেঙ্গুইনগুলোর মধ্যে একটি ম্যাগেলানিক পেঙ্গুইন ৪০ বছর বয়সে সান ফ্রান্সিসকো চিড়িয়াখানায় মারা গেছে।

সান ফ্রান্সিসকো চিড়িয়াখানা ও উদ্যান কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

কতৃপক্ষ জানিয়েছে, ক্যাপ্টেন ইও নামক পুরুষ পেঙ্গুইনটি এমন প্রজাতির, যাদের গড় আয়ু ২০ থেকে ৩০ বছর হয়ে থাকে।

১৯৮০ এর দশকে মাইকেল জ্যাকসনের শর্ট ফিল্মের জন্য পেঙ্গুইনটির ক্যাপ্টেন ইও নামকরণ করা হয়েছিল।

চিড়িয়াখানা বলেছে, প্রাণীটি তার দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি হারিয়েছিলো এবং বিশেষ কৌশলে তাকে খাবার দিতে হত।

ম্যাগেলানিক পেঙ্গুইনগুলো দক্ষিণ আমেরিকার অধিবাসী। তারা ২ ফুট (৬০ সেন্টিমিটার) লম্বা এবং ওজনে ১৪ পাউন্ড এর বেশি হয়ে থাকে ।