সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটের দুটি দোকানে অভিযান চালিয়ে ভিজিএফ’র এক হাজার ৯৫০ কেজি চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভিজিএফ এর চাল উদ্ধারের পর তা জব্দ করেন।
এব্যাপারে ইউএনও মেরিনা সুলতানা জানান, ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের জন্য বরাদ্দ দেয়া ভিজিএফের চাল বিতরণ না করে কামারখন্দ হাটের আল মাহমুদ এবং আব্দুল হান্নানের দোকানে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক এক দোকান থেকে ১৭ এবং ২২ বস্তা করে চাল জব্দ করা হয়।
এ ঘটনায় দোকান মালিক আল মাহমুদ ও হান্নানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে