সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটের দুটি দোকানে অভিযান চালিয়ে ভিজিএফ’র এক হাজার ৯৫০ কেজি চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভিজিএফ এর চাল উদ্ধারের পর তা জব্দ করেন।
এব্যাপারে ইউএনও মেরিনা সুলতানা জানান, ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের জন্য বরাদ্দ দেয়া ভিজিএফের চাল বিতরণ না করে কামারখন্দ হাটের আল মাহমুদ এবং আব্দুল হান্নানের দোকানে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক এক দোকান থেকে ১৭ এবং ২২ বস্তা করে চাল জব্দ করা হয়।
এ ঘটনায় দোকান মালিক আল মাহমুদ ও হান্নানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার