দেশের বন্যা কবলিত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সকলের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রবিবার বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সরকার দেশের বন্যা কবলিত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দেশের বিত্তবানদের ত্রাণ কার্যক্রম জোরদারে সরকারের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বঙ্গভবনের দরবার হলে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলেছে।
তিনি বলেন, ‘এই পরিস্থিতি মোকাবিলায় সরকার অর্থনীতির চাকা সচল রাখতে প্রণোদনা প্যাকেজ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।’
ঈদের আগে পদ্মা সেতু উদ্বোধনকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার তিন কোটি মানুষের জন্য আশীর্বাদ বলে উল্লেখ করেন আবদুল হামিদ।
—ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন