January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 12th, 2022, 7:43 pm

এবার মোশারফের ‘যমজ ১৫’

অনলাইন ডেস্ক :

নন্দিত অভিনেতা মোশাররফ করিম অভিনীত দর্শকপ্রিয় নাটকগুলোর একটি ‘যমজ’। নাটকটিতে একাই তিনটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালনা করেছেন আজাদ কালাম। আগের সিক্যুয়েলের মতো ‘যমজ ১৫’ নাটকটিও রচনা করেছেন অভিনেতা কচি খন্দকার। এবারের নাটকটিতে নতুন করে যুক্ত হয়েছেন দর্শকপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ফারিয়া শাহরিন ও শরাফ আহমেদ জীবন। ‘যমজ’ সাধারণত বাবা এবং তার জমজ দুই ছেলের কাহিনি হলেও ১৪তম সিক্যুয়েলে নতুন করে আরও একজন মোশাররফ করিমকে নিয়ে আসা হয়। তবে ১৫তম নাটকটিতে নতুন কোনো মোশাররফ করিমের যুক্ত হওয়ার সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক আজাদ কালাম। বলেছেন, এবারের গল্পে টুইস্ট রয়েছে, যা দর্শকদের ঈদে আনন্দ আরও বাড়িয়ে দেবে। দর্শকপ্রিয় এ নাটকটিতে যুক্ত হয়ে ফারিয়া শাহরিন বলেছেন, সাদা মানুষ নাটকের পর অনেকদিন ধরে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার কথা থাকলেও দুজনের সময় মিলছিল না। অবশেষে বড় আয়োজনে ‘যমজ ১৫’ নাটকে একসঙ্গে কাজ করছি। দারুণ জনপ্রিয় নাটক এটি। এমন নাটকে অভিনয় করতে পেরে খুবই ভালো লাগছে। মোশাররফ করিম ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন ফরিয়া শাহরিন, ফারুক আহমেদ, রুমি, শরাফ আহমেদ জীবন প্রমুখ।