অনলাইন ডেস্ক :
কখনো সুপারগার্লের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন অ্যামি জ্যাকসন, আবার কখনো ‘সুপারওম্যান’-এর ভূমিকায় অভিনয় করছেন মেলিসা বেনোইস্ট বা নিকোল মাইন্স। আসলে সুপারগার্লের অর্থ বলতে আমাদের মাথায় প্রতিনিয়ত ঘোরে, আমাদের যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়বে কোনো অদৃশ্য শক্তি। এবার খুব শিগগিরই সুপারগার্লের ভূমিকায় ধরা দিতে যাচ্ছেন আলিয়া ভাট। জনপ্রিয় অনলাইন পণ্য ও পোশাক বিপণন সংস্থা ‘ফ্লিপকার্ট’-এর সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। যেখানে আলিয়াকে দেখা যাচ্ছে একেবারে সুপারওম্যানের ভূমিকায়। সেখান থেকেই শুরু গুঞ্জন। আসলে এখন ছবির প্রচারের মাধ্যম অনেকটা বদলেছে, বদলেছে ছবি নির্মাতাদের চিন্তাভাবনাও। ভারতের এখনকার বিজ্ঞাপনগুলোতে বেশির ভাগ মুখই হচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকারা। তাহলে এ দুইয়ের মেলবন্ধন ঘটালেই সামনে চলে আসবে আসল রহস্য। ছবির প্রমোশনের জন্য এখন অনেক নায়ক-নায়িকাই যে বিজ্ঞাপনের ‘ব্র্যান্ড আম্বাসাডর’ হচ্ছেন সেই বিজ্ঞাপনের মাধ্যমেই ছবির প্রচার সারছেন। হঠাৎ সুপারওম্যানের ভূমিকায় কেন আলিয়া ভাট? এই মুহূর্তে তিনটি বিজ্ঞাপন দেখানো হয়েছে ফ্লিপকার্টের পক্ষ থেকে, একটাতে রয়েছে একজনের মোবাইল ভেঙে যাওয়াতে তাকে সুপারগার্ল আলিয়া এসে রক্ষা করছেন, আবার একটি বাচ্চার মাথার ওপরে টিভি পড়ে যাওয়ার হাত থেকে আলিয়া সুপারওম্যান সেজে বাঁচাচ্ছেন, আবার কোনো নারীর শ্লীলতাহানির হাত থেকে তাকে সুপারওম্যানের ভূমিকায় এসে বাঁচাচ্ছেন আলিয়া। আর সবটাই পণ্য বিক্রির বিজ্ঞাপন। কিন্তু হঠাৎ সুপারওম্যানের আইডিয়া কেন? এটা কী নিছকই বিজ্ঞাপন নাকি আলিয়ার আসন্ন ছবির কোনো প্রচার? আলিয়াকে সিনেমাতেই এই ভূমিকায় দেখা যেতে পারে বলে মনে করছে ভারতীয় গণমাধ্যম।
আরও পড়ুন
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী