January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 12th, 2022, 7:56 pm

বার্সা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করলেন আলভেস

অনলাইন ডেস্ক :

গত বছরের নভেম্বরে ফের স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ফিরেছিলেন ব্রাজিলীয় তারকা দানি আলভেস। ৩৯ বছর বয়সী আলভেস খেলতে পারেননি পুরো একটি মৌসুমও। তার সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী হয়নি বার্সা। কাতালান ক্লাবটিতে দ্বিতীয়বার ফেরাটা তাঁর জন্য হতাশার হয়ে রইলো। এক সাক্ষাৎকারে ক্লাব কর্তাদের সমালোচনা করেছেন আলভেস। আলভেস বলেন, ‘আমি দুঃখ নিয়ে বিদায় নেইনি। বার্সাতে ফেরার আনন্দকে সঙ্গী করে বিদায় নিয়েছি। পাঁচ বছর ধরে দ্বিতীয় ফেরার এই মুহূর্তটাতে বাঁচার স্বপ্ন দেখেছি। একটা ব্যাপারই আমার পছন্দ হয়নি- যেভাবে আমার বিদায়টা হয়েছে। ’ তিনি আরো বলেন, ‘ফেরার পর থেকেই আমি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিলাম যে, আমি এখন আর ২০ বছরের ছেলে না। আমি জিনিসগুলো সেভাবেই সামলানোর চেষ্টা করেছি, কোনো কিছু না লুকিয়ে। কিন্তু এই ক্লাবটা গত কয়েক বছর ধরে পাপ করছে। বার্সেলোনা এখন তাদের হয়ে ইতিহাস গড়াদের পাত্তা দেয় না। ’বয়স বেশি হলেও অভিজ্ঞতায় নিজেকে এগিয়ে রাখেন আলভেস, ‘আমি জানি সবাই আমার বয়সের ব্যাপারে কথা বলছে। যে আমি বুড়ো হয়ে গেছি, ২০ বছর বয়সে আমাকে সবাই চাইতো, এখন চায় না। কিন্তু আমি এটার সঙ্গে দ্বিমত পোষণ করি, কারণ আজকে আামার অভিজ্ঞতা আছে যেটা ২০ বছরের কারো নেই। কোনো কোনো ম্যাচে ২০ বছর বয়সের কেউ চিন্তিত ও নার্ভাস থাকবে, কিন্তু আমি না। ’