যশোরে মঙ্গলবার দুপুরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বদিউজ্জামান ধানি (৪২) যশোর জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শংকরপুরের চোপদার পাড়ায় কিছু দুর্বৃত্ত ধানীকে নির্বিচারে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলেও জানান তিনি।
এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।
—ইউএনবি

আরও পড়ুন
ঢাকা-১২ আসনে মনোনয়ন জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব
ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচনে দাঁড়াবেন না : আবদুল্লাহ আল জাবের
বগুড়া-৪ আসনে নির্বাচন করবেন হিরো আলম, বলছেন ‘গানম্যান প্রয়োজন’