January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 13th, 2022, 1:38 pm

মেহজাবিন ‘আ্যম্বুলেন্স চালক’!

বিভিন্ন চরিত্রে নিরিক্ষার মধ্য দিয়ে নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে উপস্থাপন করছেন মেহজাবিন চৌধুরী। তবে টিকে থাকতে এটি সময়ের দাবী। তাই এই তারকা সেই পথেই হাঁটছেন। এবার ঈদেও একাধিক ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। সেগুলোর একটি ‌‌’আ্যম্বুলেন্স গার্ল’।

রেবেকা সুলতানা কেয়ার গল্পে ‌’আ্যম্বুলেন্স গার্ল’-এর রচনা ও চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা। পরিচালক অনন্য ইমন। এতে মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। নাটকটি প্রচারিত হবে ১৩ জুলাই (বুধবার) রাত ৮টা থেকে আরটিভিতে।

নির্মাতা ইমন বলেন, ‘নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন নুসরাত প্রতিনিয়ত চারপাশের সঙ্গে যুদ্ধ করে যায়। কারণ, সে একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে চায়। এমনই এক মানবিক বার্তা তুলে ধরার চেষ্টা ছিল এই নাটকে।’

নাটকটির গল্পে দেখা যাবে, নুসরাতের বাবা রহমান সাহেব অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন। অথচ বাবা নিজে যেদিন স্ট্রোক করেছিলেন সেদিন কিশোরী নুসরাত সঠিক সময়ে তার বাবার জন্য অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেনি। পুরো ঘটনায় নুসরাতের মনে দাগ কেটে যায় আর মনে মনে সিদ্ধান্ত নেয় সে অ্যাম্বুলেন্স ড্রাইভার হবে।

—ইউএনবি