January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 13th, 2022, 7:53 pm

আবারও ইউক্রেনে ফিরছে ফুটবল

অনলাইন ডেস্ক :

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের পর থেকে সেদেশে মাঠে গড়ানি ফুটবলের কোনো ম্যাচ। ইউক্রেনের মাঠে ফুটবল ম্যাচ ফেরার অপেক্ষায় ছিল সমর্থকরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৩ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ইউক্রেনের শীর্ষ লিগের ২০২২-২৩ মৌসুম। এমনই ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। ইউক্রেনে ফুটবল ফিরলেও মাঠে থাকবে না কোনো। দর্শক। দর্শক শূন্য গ্যালারি আয়োজিত হবে সব ম্যাচ। ইউক্রেন লিগের সবশেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে। এরপর শীতকালীন ছুটি চলাকালীন সময়েই রাশিয়া হামলা চালায়। ২৩ আগস্ট ইউক্রেনের পতাকা দিবস। সেদিনই মাঠে ফিরছে ফুটবল। ইউক্রেনে ফুটবল ফিরলেও থাকছে কড়া নজরদারি। মাঠে থাকবে বিশেষ বাহিনী। এমনটা জানিয়েছেন দেশটির ক্রীড়া মন্ত্রী ভাদিম গুটসাইত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন,’এটা খুব গুরুত্বপূর্ণ, পুনরায় ফুটবল চালু করা। ইউক্রেনে অন্যান্য জাতীয় চ্যাম্পিয়নশিপের মত। ‘তিনি আরও বলেছেন,’আমরা প্রতিযোগিতা চালিয়ে যাব। আমরা লড়াই করেছি এবং জিতেছি। ক্রীড়াক্ষেত্রে ইউক্রেন সামনের দিকেই থাকবে এবং জয়ী হবে, আমাদের থামানো যাবে না। আমরা শুধু এগিয়ে যাব। ‘গত ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যাওয়া লিগে শীর্ষে থাকা শাখতার দোনেস্ক আসছে মৌসুমে খেলবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে। ক্লাবটির ক্রীড়া পরিচালক দারিজো গত সপ্তাহে জানিয়েছেন যে,তাদের ম্যাচগুলো হবে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে। দেশটির আরেক ক্লাব ডাইনামো কিয়েভ খেলবে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব। আগামী ২০ জুলাই তাদের প্রতিপক্ষ ফেরানবাস। ম্যাচটি হবে পোল্যান্ডের লডজ শহরে।