Wednesday, July 13th, 2022, 9:24 pm

বিমানের নতুন এমডি নিয়োগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (অতিরিক্ত সচিব) যাহিদ হোসেনকে এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে বিমানের সাবেক এমডি আবু সালেহ মোস্তফা কামালকে সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) করা হয়েছে।

এছাড়া রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আব্দুল ওয়াহাব ভূঁইয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

—ইউএনবি