অনলাইন ডেস্ক:
বৈশ্বিক ডাটা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬ কোটি ৩৯ লাখ ৫১ হাজার ৯৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৭৯ হাজার ৩৬৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৯ লাখ ৯ হাজার ৭৬০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪৭ হাজার ৭৯৪ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৬ লাখ ৬৯ হাজার ৮৫০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৫৫৭ জনে।
আরও পড়ুন
এবার তেজগাঁওয়ে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল
স্বস্তি নেই বাজারে, সবজি কিনতেই পকেট ফাঁকা
কর ফাঁকির অভিযোগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ