অনলাইন ডেস্ক :
অভিনেত্রী নীতু চন্দ্রা। ২০০৫ সালে ‘গরম মাশালা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ‘ট্রাফিক সিগন্যাল’, ‘ওয়ান টু থ্রি’, ‘ওয়ে লাকি লাকি ওয়ে’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তার ব্যক্তিগত জীবনে পাওয়া এক অদ্ভুত প্রস্তাব সম্পর্কে জানিয়েছেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে নীতু চন্দ্রা জানান, তিনি যখন কেরিয়ারের তুঙ্গে এক ব্যবসায়ী তাকে স্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে বেতনভূক্ত। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয় তাকে। এই অভিনেত্রীর ভাষায়, ‘আমাকে নিজের বেতনভূক্ত স্ত্রী বানাতে চেয়েছিলেন সেই ব্যবসায়ী। বলেছিলেন, মাসে ২৫ লাখ রুপি দেবেন।’ অভিনয় কেরিয়ারে শুরুটা যেভাবে করেছিলেন সেই অনুযায়ী পরবর্তী সময়ে সিনেমায় খুব বেশি সুযোগ পাননি নীতু। এ নিয়ে তার আক্ষেপও রয়েছে। তিনি বলেন, ‘আমার গল্পটা একজন সফল অভিনেতার ব্যর্থতার কাহিনি। ১৩ জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মানুষের সঙ্গে কাজ করেছি। কিন্তু আজ আমার কাছে কাজ নেই, অর্থ নেই।’ হিন্দি সিনেমার পাশাপাশি তেলেগু, তামিল, কন্নড় এমনকি ইংরেজি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন নীতু চন্দ্রা। তার রপালি জগতে অভিষেকও হয় তেলেগু ভাষার ‘বিষ্ণু’ সিনেমার মাধ্যমে। গত বছর ‘নেভার ব্যাক ডাউন: রিভোল্ট’ সিনেমার মাধ্যমে হলিউডে তার অভিষেক হয়েছে। জানা গেছে, তার হাতে আরো দু’টি প্রজেক্ট রয়েছে।
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান