অনলাইন ডেস্ক :
সাংবাদিকদের কেউ একজন প্রশ্নের ছলে প্রস্তাবটা তুলেছিলেন। সম্প্রতি ব্যাট হাতে ব্যর্থ মুমিনুল হককে আবারও বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে পাঠানো যায় কি না। গত মাসে এক সংবাদ সম্মেলনে এমন প্রস্তাব শুনে মৌন সম্মতি জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে চূড়ান্ত কিছু বলেননি তিনি। তারপর থেকেই মুমিনুলকে ‘এ’ দলের সঙ্গে ক্যারিবিয়ানে পাঠিয়ে রানে ফেরানোর চেষ্টা সম্পর্কিত আলোচনা জোরদার হয়েছিল। চাপে চিড়েচ্যাপ্টা হয়ে বাঁহাতি এ ব্যাটারও এক সংবাদমাধ্যমকে সম্প্রতি বলেছিলেন, বোর্ড পাঠালে অবশ্যই যাবেন, যেহেতু বোর্ডের চুক্তিভুক্ত ক্রিকেটার। যদিও সেটি মুমিনুলের মনের কথা ছিল না। টেস্ট ক্রিকেটে টানা ৯ ইনিংসে দুই অঙ্কের ঘর পার হতে না পারার চাপ, ভয়ই যেন জগদ্দল পাথর হয়ে বসে আছে তার মনে। তাই তো চাপের ঢেউয়ে দুলে উঠেছেন। মন থেকে এই সফরে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। এই ক্রিকেটারের ঘনিষ্ঠ সূত্র বৃহস্পতিবার জানিয়েছেন, ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার ইচ্ছে নেই মুমিনুলের। তবে কিছুটা চাপ আছে, তাই রাজি হতে হয়েছে। সদ্য সাবেক হওয়া টেস্ট অধিনায়ককে এমন অপ্রীতিকর অবস্থা থেকে রেহাই দিয়েছেন নির্বাচকরা। উইন্ডিজ সফরের জন্য চূড়ান্ত করা বাংলাদেশ ‘এ’ দলে রাখা হয়নি ৩০ বছর বয়সী এই ব্যাটারকে। নির্বাচকদের সূত্র জানায়, ‘ও (মুমিনুল) সিনিয়র ক্রিকেটার। ওকে পাঠানো ঠিক হবে না।’ জানা গেছে, ক্যারিবিয়ানের জন্য বাংলাদেশ ‘এ’ দল নির্বাচনের কাজ শেষ। নির্বাচকরা দলটাও বোর্ডে জমা দিয়েছেন। খুব দ্রুতই দল ঘোষণা করবে বিসিবি। মুমিনুল তাই হাফ ছেড়ে বাঁচলেন। এখন দেশে থেকেই বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প, ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে ব্যাটিং নিয়ে কাজ করবেন বাঁহাতি এ ব্যাটার। টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ ১১টি সেঞ্চুরির মালিক মুমিনুলের ব্যাট গত কয়েকমাস ধরে রুগ্ন অবস্থায় পড়ে আছে। দেশে, দেশের বাইরে ব্যর্থ হচ্ছেন তিনি। রানে ফেরার মিশনে কাজ করতে ভালো সময় পাচ্ছেন তিনি। লংগার ভার্সনে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পরবর্তী আসর জাতীয় ক্রিকেট লিগ। অক্টোবরে যেটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে মুমিনুল না গেলেও জাতীয় দল থেকে তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়কে ‘এ’ দলে রাখা হয়েছে। সূত্র জানায়, জয়কে আবারও ক্যারিবিয়ানে পাঠানো হচ্ছে। যাতে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচের অভিজ্ঞতা বাড়ে। এই সফরে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন মোহাম্মদ মিঠুন। সফরে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে খেলবে মিঠুনের দল। ৪ থেকে ২০ আগস্ট সেন্ট লুসিয়ার ড্রারেন স্যামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। তিন বছর পর দেশের বাইরে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সর্বশেষ ২০১৯ সালে শ্রীলঙ্কা সফরেও জড়িয়ে মুমিনুল-মিঠুন। তখন চার দিনের ম্যাচে মুমিনুল ও মিঠুন সীমিত ওভারের ক্রিকেট ‘এ’ দলের নেতৃত্ব দিয়েছিলেন।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম