মানবপাচার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর প্রখ্যাত পপ গায়ক দালের মেহেন্দিকে কারাগারে পাঠিয়েছেন ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের একটি আদালত।
যুক্তরাষ্ট্রে মানবপাচারের অভিযোগে বৃহস্পতিবার পুরনো মামলায় দুই বছরের কারাদণ্ডের বিরুদ্ধে তার আপিল খারিজ করে দিয়েছেন আদালত।
২০১৮ সালে এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে দালের জামিনে ছিলেন।
আইনজীবী টিএস ভার্গব স্থানীয় মিডিয়াকে বলেছেন, ‘আদালত সাজার বিরুদ্ধে আপিল খারিজ করার পর এবং জামিন বাতিল করার পর গায়ককে পুলিশ হেফাজতে নিয়েছিল। তাকে এখন কারাগারে যেতে হবে।’
২০০৩ সালে পাঞ্জাব পুলিশ এই মামলাটি দায়ের করে। পরে তদন্তে জানা যায়, মেহেন্দি নিজের দলের সদস্য হিসেবে ১০ জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যান এবং বেআইনিভাবে তাদের ছেড়ে দিয়ে আসেন।
৫৪ বছর বয়সী এই গায়ক ১৯৯০ এর দশকের শেষের দিকে এবং ২০০০ সালের প্রথম দিকে পাঞ্জাবের লোকনৃত্য ভাংড়া সংগীতকে বিশ্বব্যাপী জনপ্রিয় করতে সহায়তা করেন। তিনি বেশ কয়েকটি বলিউড ফ্লিকেও গান গেয়েছেন। দালের একজন ভারতীয় পপ ব্যক্তিত্ব যিনি অবিরাম নেচে নেচে গান গাওয়া, স্বাতন্ত্র্যসূচক কন্ঠস্বর,পাগড়ি এবং দীর্ঘ আলখাল্লার জন্য পরিচিত।
—ইউএনবি
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান